সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট ও সন্ধানী লাইফের ট্রাস্ট ডিড সই
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-০৩ ১৯:১২:৫৭
নতুন ফান্ড আনছে দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে ট্রাস্টি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। গত ৩১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক ইব্রাহিম ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মনিজা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন এই ফান্ডটির নাম ‘সিডব্লিউটি হাই ইনকাম ফান্ড’। এই ফান্ডের প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা এবং অভিহিত মূল্য ইউনিট প্রতি ১০ টাকা। এই ফান্ডটির উদ্যোক্তা সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
এএ