সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৩ ১২:৪২:৫৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত সপ্তাহে খুলনা প্রিন্টিংয়ের ১১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫৯ দশমিক ৫০ শতাংশ। আর শেয়ারদর ৩৪ দশমিক ০১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য আরামিট সিমেন্টের ৩১.০১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৩০.৫৬ শতাংশ, এস.এস স্টিলের ২১.৩৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ২১.১৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২০.৯৪ শতাংশ, শাশা ডেনিমসের ২০.২৯ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
এনজে