হিলিতে একদিনে কেজিতে ১০ টাকা কমেছে আলুর দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৩ ১৪:৫৮:৫৯
সরকার দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। এই খবরেই একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে ১০ থেকে ১১ টাকা।
হিলি বাজারে গেছে, প্রত্যেক দোকানেই দেশীয় আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই কারণে একদিনের ব্যবধানে আলুর দাম খানিকটা কমতির দিকে। বৃহস্পতিবার যে দেশীয় আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি আজ কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা। আলুর দাম কমায় ক্রেতারা চাহিদামতো বেচাকেনা বেড়েছে।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভরা মৌসুমে যখন আলুর দাম ঊর্ধ্বমুখী। দেশে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে। আমি নিজে দুই হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছি। ইতোমধ্যেই ব্যাংকে সব প্রসেস কমপ্লিট করে ফেলেছি, সময় স্বল্পতার কারণে বৃহস্পতিবার এলসি খুলতে পারিনি। শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ রয়েছে। তাই রবিবার ব্যাংক খোলামাত্র সকাল সকাল এলসি খোলা সম্পন্ন করে আমদানি শুরু করতে পারবো।
এনজে