লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দেবে বিআইসিএম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০২-০৩ ১৬:৫০:০২
লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল ম্যানেজমেন্ট (বিআইসিএম)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা বাকি দুটি সেশন অনুষ্ঠিত হবে ১০ ও ১৭ ফেব্রুয়ারি। প্রথম দিন কর্মশালাটি উদ্বোধন করেছেন লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো. মঈনুল ইসলাম। এতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মী।
কর্মশালায় পুঁজিবাজারের মৌলিক বিষয়ে লংকাবাংলার একদল নতুন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হবে। শিল্প, অর্থনীতি, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা, পুঁজিবাজারের প্রধান স্টেকহোল্ডার এবং এটির নিয়মনীতিসহ নানা বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবেন কর্মশালায় অংশগ্রহণকারীরা।
লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের এই বিশেষ প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে নতুন প্রজন্মের জ্ঞানভিত্তিক পুঁজিবাজার পেশাদার তৈরি করতে চায় বিআইসিএম। যাতে করে তাদের মাধ্যমে বিনিয়োগকারীরা জেনে বুঝে সুচিন্তিতভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন।
প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য গত ডিসেম্বরে লংকাবাংলা সিকিউরিটিজ ও বিআইসিএমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক খন্দকার সাফ্ফাত রেজা।
এএ