ভোমরায় ৬ মাসে ২৮ হাজার টন আদা আমদানি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৪ ০৯:৪৫:৩১


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে আদা আমদানির পরিমাণ। গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে মসলাজাত পণ্যটির আমদানি বেড়েছে দ্বিগুণের বেশি। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ব্যাপক চাহিদা পণ্যটির আমদানি বাড়াতে ভূমিকা রেখেছে।

এদিকে বন্দরে আমদানির পরিমাণ বাড়লেও সাতক্ষীরার হাটবাজারগুলোয় দাম কমেনি আদার। দুই-তিন মাস ধরে স্থিতিশীল রয়েছে মসলাটির বাজার।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বন্দরটি দিয়ে ২৭ হাজার ৯২৭ টন আদা আমদানি হয়েছে, যার আমদানি মূল্য ৩০৫ কোটি ৮৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১৩ হাজার ৪৫৪ টন, যার আমদানি মূল্য ছিল ১৩৮ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্যটির আমদানি বেড়েছে ১৪ হাজার ৪৭৩ টন, যা দ্বিগুণেরও বেশি।

এনজে