মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হলেন পারভেজ হাসান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৪ ১৯:৫৫:০০
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান।
রোববার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদ থেকে মোঃ পারভেজ হাসানকে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি