শেয়ার হস্তান্তর হবে স্টান্ডার্ড সিরামিকের মৃত উদ্যোক্তা পরিচালকের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-০৫ ১১:২১:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্টান্ডার্ড সিরামিক লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক এ কে এম জাহাঙ্গীর খানের শেয়ার হস্তান্তর করা হবে। এ কে এম জাহাঙ্গীর খান ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৪৫০ টি শেয়ার ছিল। শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরসূরিদের মধ্যে স্থানান্তর করা হবে।

উত্তরাধিকার সনদ অনুযায়ী মরহুমের স্ত্রী বদরুন নাহার খান পাবেন ২৮,১৮১টি শেয়ার, তার মেয়ে জাহানারা ফেরদৌস খান পাবেন ৩৯,৪৫৩টি শেয়ার, ছেলে এ.কে.এম ইমরান খান পাবেন ৭৮,৯০৮টি শেয়ার এবং  এ.কে.এম আলমগীর খান যিনি কোম্পানির একজন পরিচালকও তিনি ৭৮,৯০৮টি শেয়ার পাবেন।

 

এসকেএস