উপসচিব রুজিনা সুলতানাকে অবসর প্রদান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৫ ১৯:৩৭:২৮


কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রুজিনা সুলতানাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রুজিনা সুলতানাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো এবং তাঁর অনুকূলে একবছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এম জি