ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হলেন আব্দুল্লাহ আল মামুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৬ ১৪:০৭:১৪


ভূমি মন্ত্রণালয়ে (উপসচিব) হিসেবে বদলি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন জামান। এর আগে তিনি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের মুখ্য পরিচালন কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের (উপসচিব) হিসেবে বদলি করা হলো আব্দুল্লাহ আল মামুন জামানকে। যিনি ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি