বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-০৬ ১৬:৩৯:০৯


একটি আঞ্চলিক সংগঠন থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় মঙ্গলবার থেকে বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর একটি অংশ হুমকি দিয়ে তাদেরকে জানায়, অগ্রিম ৫ লাখ টাকা চাঁদা পরিশোধ করলে থানচি রুটে বাস চালানো যাবে। চাঁদা পরিশোধ করতে ব্যর্থ হলে যেকোন ধরণের অঘটন ঘটাবে বলে জানায় পিসিজেএসএস।

মালিক সমিতি জানায়, এর আগেও বিভিন্ন সংগঠন চাঁদা আদায় করে আসছিলো বলে ব্যবসা চালানো অসম্ভব ছিল। এই অবস্থায় যাত্রী, পর্যটক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে শুধুমাত্র থানচি রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে জনসংহতি সমিতির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এম জি