‘সৌদি আরবে সার উৎপাদনে বিনিয়োগ করবে বাংলাদেশ’

আপডেট: ২০২৪-০২-০৬ ২১:২৪:৫৬


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সার উৎপাদনে সৌদি আরবে বিনিয়োগ করবে বাংলাদেশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী তারা। বাংলাদেশ-সৌদি যৌথ উদ্যোগে এসব প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সৌদি আরবের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ঘিরে সৌদি আরামকো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও বলেন, গ্যাস সংকটে উৎপাদন এবং ডলার সংকটে দ্বিপক্ষীয় বাণিজ্যে বিঘ্ন ঘটছে। গ্যাসে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। জ্বালানি পণ্যটির নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

এএ