সাজেকে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক অবরোধ
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-০৭ ১২:০৩:১৯
ইউনাইটেড পিপলন ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)দুই সদস্যকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার দীঘিনালা-সাজেক পর্যটন সড়কে আধা বেলা (ভোর ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক অবরোধ পালিত হচ্ছে।
ইউপিডিএফের ডাকা ভোর থেকে আধাবেলা সড়ক অবরোধ চলাকালে অবরোধ সমর্থনকারীরা দীঘিনালা-সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তবে অবরোধ চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাজেকে চলমান সড়ক অবরোধ বিশেষ কারণবশত সকাল-সন্ধ্যার পরিবর্তে আধাবেলা দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে বলে জানিয়েছেন। বিবৃতিতে সবাইকে আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণ ও সফলভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাঙামাটির সাজেকের মাচলং এর ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করলেও তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এনজে