ময়মনসিংহের এডিসি হলেন শিহাব উদ্দিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৭ ২১:০৮:৫০


ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শিহাব উদ্দিন আহমদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শিহাব উদ্দিন আহমদকে বদলি করে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি