মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১১ ০৯:৪৪:১৪


এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষার ফলাফল আজ (১১ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে মহাখালী পুরাতন ডিজি অফিসের ২য় তলায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বিএইচ