ঢামেকে কারাবন্দির মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১১ ১৫:২৯:৩৪


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারুন আর রশিদ (৫৩) এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি কারাগারে সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ৭৯৭৬/এ।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্রে জানা যায়, বন্দি হারুনকে ডায়ালাইসিস ও উন্নত চিকিৎসার জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। পরে আজ সকালে তার মৃত্যু হয়। হারুন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাবুপুর সাটুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কারা সূত্রে আরও জানা যায়, ওই বন্দিকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর আগে ওই বন্দিকে অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এম জি