তীব্র সমালোচনার মুখে হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১১ ১৫:৫২:২৬
শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত এক ব্যক্তিকে ক্ষমা করার ঘটনায় এবার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। স্থানীয় সময় গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভাষণে কাতালিন নোভাক বলেন, আমি শিশুর যৌন নিপীড়নকারীকে গত এপ্রিলে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে, দোষী ব্যক্তি তার তত্ত্বাবধানে থাকা শিশুদের অসহায়ত্ব ও দুর্বলতাকে কাজে লাগায়নি।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, আমি ভুল করেছি, কারণ পেডোফিলিয়ার (শিশুদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা) প্রতি সরকারের জিরো টলারেন্স সম্পর্কে মানুষের মনে সন্দেহ তৈরি করেছে এই যুক্তিহীন ক্ষমা।
রয়টার্স বলেছে, ২০২৩ সালের এপ্রিলে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের আগে কমপক্ষে দুই ডজন ব্যক্তিকে ক্ষমা করেছিলেন নোভাক। তবে বিষয়টি প্রকাশ পায় গত সপ্তাহে। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন আট বছরের কারাদণ্ড পাওয়া শিশুসদনের উপপরিচালক। তিনি শিশুসদনটির পরিচালকের যৌন নির্যাতনের অপরাধ ধামাচাপা দিতে সহায়তা করেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের দায়ে সেই পরিচালককে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। আর, তিন বছরের কারাদণ্ড পেয়েছিলেন উপপরিচালক।
স্থানীয় এক সংবাদপত্র খবরটি প্রকাশ করলে ভয়াবহ সমালোচনার মুখে পড়েন কাতালিন নোভাক। বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি জানাতে থাকে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হাজার হাজার বিক্ষোভকারী নোভাকের পদত্যাগের দাবিতে রাজধানী বুদাপেস্টে জড়ো হয়।
এম জি