কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১২ ১১:১২:৫৮
কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কাতারে অনুষ্ঠিত ’18th AFC Asian Cup Qatar 2023™’-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ‘World Aquatics Championships Doha 2024’-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে কাতার গমন করেছিলেন।
বিএইচ