এবার ইসরাইলকে সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০২-১৩ ১৪:০২:০২


অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চল রাফায় ইসরাইলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের এই আশ্রয়স্থলে ইসরাইলি অভিযানকে প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি বলেছে, ইসরাইলি অভিযান এই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। এই অবস্থায় অতি দ্রুত রাফায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাফায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, রাফায় যুদ্ধ বন্ধ না হলে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এমন যে কোনো হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন।

বিবৃতিতে রাফায় অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করে এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানো যায় এবং রাফায় আরও বড় পরিসরে সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয় এড়ানো যায়।

সূত্র: এএফপি

বিএইচ