দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১৪ ১৬:১৩:৩৭
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৪ বারে ১৯ লাখ ৯৬ হাজার ৫০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬০০ বারে ২০ লাখ ১৫ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪৮ বারে ২৪ লাখ ৬৬ হাজার ৩৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমসের ৬.১২ শতাংশ, রংপুর ডেইরির ৫.৮০ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৫.৭৩ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ৫.০ শতাংশ, ফ্যামিলিটেক্স বিডির ৪.৭৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.৭০ শতাংশ এবং মালেক স্পিনিংসের ৪.৬২ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস