কারামুক্ত শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১৫ ১৫:২৫:৫৬
বিএনপির প্রচার সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।
মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে বাসায় তল্লাশি চালিয়ে এ্যানিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এম জি