দর পতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১৫ ১৫:৫২:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৯ বারে ৩ লাখ ২৮ হাজার ৪৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আমরা নেটওর্য়াকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৩৩ বারে ১৯ লাখ ৫৭ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪০০ বারে ৫৫ লাখ ৬৫ হাজার ৯৩২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রংপুর ডেইরির ৫.১৭ শতাংশ, বেস্ট হোল্ডিংয়ের ৫.১০ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৪.৯৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৪.৭৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনের ৪.৬০ শতাংশ, সোনালী আঁশের ৪.৪২ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪.১২ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস