নুরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১৫ ১৬:৫৪:৪২


আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েও পার পেলেন না গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে লিখিত আবেদনে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

তবে, ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেয়ার কোনো কথা নুরের আজকের আবেদনে না আসায় আদালত এ বিষয়ে আলোকপাত করেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।

এ সময় ভিপি নুর আদালতেই উপস্থিত ছিলেন। পরে ক্ষমার আবেদন নাকচ করে মুচলেকা দেয়ার নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুর।

সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে তলব করেন আদালত। আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়।

১৭ জানুয়ারি আদালতের কাছে সময় চান তিনি। পরে আজকে নির্ধারিত দিনে তিনি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

এম জি