বইমেলায় সীমান্ত শরিফের ‘লাভায় লালশাক পুবের আকাশ’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১৬ ১৬:৩২:৩১
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সীমান্ত শরিফের কাব্যগ্রন্থ ‘লাভায় লালশাক পুবের আকাশ’।
বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন রাজিব দত্ত।
বইটি প্রসঙ্গে সীমান্ত শরিফ বলেন, এখানকার কবিতাগুলোতে প্রধানত ফুটে উঠেছে প্রাচ্যের উপরে পাশ্চাত্যের নিপীড়ন, মানুষের স্বাধীনতা হরন, যাপিতজীবনে নিত্যদিন মানুষের অভাব, ক্ষুধা, দারিদ্র্য ও দ্রোহ। ফুটে উঠেছে প্রেম, পরিবার ও মজলুমের প্রতি অবারিত ভালোবাসা।
বইটি পাওয়া যাচ্ছে দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে। এছাড়াও অনলাইনে অর্ডার করতে প্রদত্ত নাম্বারে (বিকাশ পেমেন্ট 01812-164723, নগদ সেন্ড মানি 01517-845785) ১৯০ টাকা পেমেন্ট করে ঠিকানা ও ফোন নাম্বার এ নাম্বারেই what’s app করে দিন। এছাড়াও রকমারির এই লিংকে ক্লিক করেও বইটি অর্ডার করতে পারবেন।
এম জি