পুঁজিবাজারে প্রাইম ব্যাংক ইনভেস্টেমেন্টের চার পণ্য

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-১৯ ০৯:২০:০০


বাংলাদেশের পুঁজিবাজারের চলমান উন্নয়ন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে এবং পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) নিয়ে এসেছে ডিস্ক্রিশনারি পোর্টফোলিও ব্র্যান্ড প্রাইমইনভেস্টের চারটি নতুন বিভাগ: প্রাইমইনভেস্ট শরীয়াহ, প্রাইমইনভেস্ট প্রবাসী, প্রাইমইনভেস্ট উইমেন ও প্রাইমইনভেস্ট ইয়ুথ। বিনিয়োগকারীর বয়স, পেশা, ঝুঁকি নেয়ার ক্ষমতার উপর ভিত্তি করে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ইতিহাসে এই প্রথম কোন ইনভেস্টমেন্ট ব্যাংক এধরনের বিনিয়োগ স্কিম নিয়ে এসেছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের এবং সব বয়সের বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে সম্পদের সুব্যবস্থাপনা নিশ্চিত করা প্রাইমইনভেস্ট এর লক্ষ্য।

১৮ ফেব্রুয়ারি রাজধানীর দ্যা ওয়েস্টিনে প্রোডাক্ট উদ্বোধনের মাধ্যমে প্রাইমইনভেস্টের নতুন চারটি বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড: শেখ সামসুদ্দীন আহমেদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোডাক্টগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইস্টকোস্ট গ্রুপের কর্ণধার ও প্রাইম ব্যাংকের পরিচালম আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ, প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শরীয়াহ শরীয়াহ্ নীতি অনুসরণকারী ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে প্রাইমইনভেস্ট শরীয়াহ। প্রাইমইনভেস্ট শরীয়াহ হল এমন একটি বিনিয়োগ ব্যবস্হা যেখানে পিবিআইএল বিনিয়োগকারীর হয়ে শরীয়াহ সম্মত উপায়ে বিনিয়োগ ব্যবস্থাপনা করে থাকে।‌ শরীয়াহ্ বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত প্রাইমইনভেস্ট শরীয়াহ স্কিম শুধুমাত্র শরীয়াহ্ সম্মত কোম্পানীর শেয়ারে বিনিয়োগ করবে।

উইমেন দেশের শেয়ারবাজারে নারীর অংশগ্ৰহন, বিনিয়োগে নারীর অন্তর্ভুক্তি এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের জন্য প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের একটি অনন্য উদ্যোগ, প্রাইমইনভেস্ট উইমেন। গৃহিনী থেকে শুরু করে কর্মজীবী, শিক্ষার্থী সহ দেশের সর্বস্তরের নারীদের আর্থিক অন্তর্ভুক্তি,সমৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য পিবিআইএল নিয়ে এসেছে এই ডিস্ক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবা, যা দেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের ইতিহাসে এই প্রথম।‌

প্রবাসী পরিবার ও দেশের আর্থিক সুরক্ষার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে প্রবাসীরা। তাই প্রবাসীর কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী আর্থিক স্বচ্ছলতা নিশ্চিতকরণে প্রাইমইনভেস্ট-প্রবাসী প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট- এর একটি যুগান্তকারী প্রয়াস। যার মাধ্যমে প্রবাসীরা বিদেশের মাটিতে বসে দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার সুযোগ পাবে এবং বিনিয়োগ বিষয়ক সকল তথ্য সেবা অনলাইনে গ্রহণ করতে পারবে। বিনিয়োগকারী প্রবাসীদের জন্য তাই শেয়ারবাজারে বিনিয়োগ হবে আরো সহজ ও নিরাপদ।

ইয়ুথ আজকের তরুণ প্রজন্ম ই আগামীর ভবিষ্যত। বাংলাদেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ তরুণ প্রজন্মের। তরুণ সমাজের ভবিষ্যত আর্থিক সমৃদ্ধি ও পুঁজিবাজারে তাদের অংশগ্রহণ আরো উৎসাহিত করতে পিবিআইএলের অনন্য প্রয়াস প্রাইমইনভেস্ট ইয়ুথ। প্রাইম ইনভেস্ট ইয়ুথের মাধ্যমে ১৮ থেকে ২৫ বছরের যেকোনো তরুণ নিয়মিত ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করতে পারবেন।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “আমাদের লক্ষ্য হল সমাজের বিভিন্ন স্তরের বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা।‌পুজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে আকর্ষণীয় আয়, কর রেয়াত এবং কর মুক্ত ক্যআপইটআল গেইনের সুবিধা থাকা সত্ত্বেও এ খাতে গ্ৰাহকের সংখ্যা অন্যান্য আর্থিক পরিষেবা প্রদানকারী খাত গুলোর তুলনায় কম। আমাদের প্রাইমইনভেস্টের এই নতুন প্রোডাক্ট সেগমেন্ট গুলো: শরীয়া, প্রবাসী, উইমেন ও ইয়ুথ পুঁজিবাজারের এই শূন্যতা বহুলাংশে পূরণ করবে বলে আমরা আশাবাদী”

এ উপলক্ষে প্রাইম ব্যাংকের চেয়ারম্যানসি কিউ কে মুসতাক আহমেদ বলেন, “পিবিআইএল এর চেয়ারম্যান হিসাবে আমি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করতে পারি যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিষদে নীতিবান এবং দক্ষ পেশাদার ব্যক্তিত্বরা দায়িত্বে রয়েছেন। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট একটি সু-পরিচালিত ইনভেস্টমেন্ট ব্যাংক যেখানে বিনিয়োগকারীরা তাদের তহবিল পূর্ণ বিশ্বাস আস্থার সাথে রাখতে পারেন।”