নির্মানাধীণ ভবন থেকে পড়ে শ্রমিকের প্রাণহানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৩ ১৬:১৭:১২
রাজধানীর ডেমরার মদীন চত্বর এলাকায় নির্মীয়মাণ ভবন থেকে পড়ে নান্নু মন্ডল (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের সহকর্মী রাজিব সরদার বলেন, ‘নান্নু রডমিস্ত্রির সহকারী ছিলেন। মদিনা চত্বর এলাকায় একটি নির্মীয়মাণ আটতলা ভবনের সাততলায় বারান্দায় কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নান্নু।
তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
মৃত নান্নুর গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামে। তিনি ডেমরার মদিনা চত্বর এলাকার নির্মীয়ামাণ ওই ভবনে থাকতেন।
এনজে