মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-২৫ ০৯:৪৯:৪৫


মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কাজীরবাগ চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম। দুর্ঘটনা কবলিত বাসটির ৩০-৩৫ জন যাত্রী ছিলো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীবাড়িগামী ডিএম পরিবহনের একটি বাস কাজীরবাগ চৌরাস্তা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উদ্দ্যেশ্যে যাচ্ছিল বাসটি। রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের উদ্ধার তৎপরতা শুরু করে।

সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বাস টেনে তোলার কাজ চলছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারনেই এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

বিএইচ