খালেদা জিয়ার সঙ্গে আমীর খসরুর সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৫ ১০:৫৬:৩৪


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  শনিবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশনের বাসভবন ফিরোজায় যান তিনি। রাত ৯টা ৫মিনিটে আমীর খসরু সেখান থেকে বের হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ৩ মাস ১৭ দিন কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি মুক্ত হন আমির খসরু।

এনজে