দর পতনের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৫ ১৬:২০:২২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮১ শতাংশ কমেছে। ফান্ডটি ৯১ বারে ২ লাখ ৭ হাজার ৪৯৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে পাওয়ার গ্রীডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪০ বারে ৪ লাখ ৬ হাজার ৫৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিকসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪০০ বারে ৬০ লাখ ৮৯ হাজার ৭২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রয়েছে- জেমিনি সী ফুড, কুইন সাউথ টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এএফসি এগ্রো বায়োটেক, আফতাব অটোমোবাইলস, উত্তরা ব্যাংক এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

 

এসকেএস