বুরুকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৬ ০৯:৩১:৪৭


পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

গির্জার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতেরা সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের লোক। তারা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্রিত হয়েছিলেন।

এক বিবৃতিতে জানানো হয়, বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জনের ও চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিক কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

এর আগেও ওই অঞ্চলে একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা। অন্যগুলোর লক্ষ্য ছিল যাজকদের অপহরণ।

এনজে