দেশের গণতন্ত্র এখন মৃত: মঈন খান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৬ ১৫:২২:০৬


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের গণতন্ত্র এখন মৃত। এ সরকারের রোষানল থেকে মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছে না।

কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৫৩ নম্বর ওয়ার্ড মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলীর জুরাইনের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা বলেন মঈন খান।

বিএনপির এ নেতা বলেন, সরকারের রোষানল থেকে মুক্তিযোদ্ধারাও বাঁচতে পারছে না। দেশে গণতন্ত্র এখন মৃতপ্রায়। মঈন খান বলেন, জানুয়ারিতে ডামি নির্বাচনের মধ্য দিয়ে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। এসময় মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন- সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর স্বজনরা অভিযোগ করেন, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই হঠাৎ গ্রেফতারের ৫ দিন পর তার মরদেহ ফেরত দেয় পুলিশ।

এম জি