দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-২৭ ১৬:১৬:১৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৯৮১ বারে ১৬ লাখ ৩৮ হাজার ৯৫৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৫ বারে ২ লাখ ৩৭ হাজার ৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯১ বারে ৬ লাখ ৮ হাজার ৭১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আফতাব অটোমোবাইলসের ৯.৮২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৭৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ৮.৪২ শতাংশ, ফাইন ফুডসের ৮.১০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭.৯২ শতাংশ ৭.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস