সিলেটে ৫ দাবিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-২৮ ১১:৫৫:৫৭


গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেট জেলাজুড়ে এ কর্মসূচি পালান করতে দেখা গেছে শ্রমিকদের।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, দীর্ঘদিন থেকে সিলেটের সিএনজিচালিত গ্যাস পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালকরা। এ জন্য প্রতিদিন  সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের জানানোর পরও সমাধান হচ্ছে না।

তিনি আরও জানান, প্রশাসন থেকে শুরু করে সিলেটের বিভিন্ন মহলে আমরা এই সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি, বৈঠক করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। সর্বশেষ রবিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলায় সিএনজিচালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ে সব সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করেন পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। আর সেই সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে।  এটা সিলেটবিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পোড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ পাঁচ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সমস্যা সমাধান না হলে প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এই দুটি প্রধান দাবিসহ পাঁচ দাবি আমাদের।

এনজে