দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-২৮ ১৬:৩৭:৫৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩৪ বারে ১৪ লাখ ৫৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮১ বারে ৬ লাখ ৫৭ হাজার ১৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ হাজার ৩০০ বারে ৭৮ লাখ ৭৭ হাজার ৩৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩.৭৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৩.৩১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৩.২২ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ৩.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস