প্রধানমন্ত্রীর নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন
আপডেট: ২০২৪-০২-২৮ ১৭:৩০:৩৩
জাতিসংঘ ও জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ওপর নিজের রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তার জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর রচিত অপর গ্রন্থ ‘আবাহন’ এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশে দেওয়া তার গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম বই দু’টির গ্রন্থনা ও সম্পাদনা করেন।
এম জি