বিএনপি নেতা স্বপনের জামিন, মুক্তিতে বাধা নেই
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৮ ২০:২১:৫৪
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে তিন মামলায় জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ মোহাম্মদ আস- সামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। এর ফলে স্বপনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে গত ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন নিষ্পত্তি করতে ঢাকার সিএমএম আদালকে নির্দেশ দেন হাইকোর্ট।
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রমনা থানায় দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা করা হয়।
গত বছরের ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সহিংসতার অভিযোগে রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এম জি