বাড্ডায় সিলিং ফ্যানে ঝুলছিল ছেলে, বিছানায় বাবার লাশ
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-২৯ ১১:৪৫:৩০
রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলছিল ছেলে ও শায়িত অবস্থায় বৃদ্ধ বাবার লাশ দেখতে পায় পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ বেরাইদের জেলে পাড়ার মুবাক্কারের বাসার নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আর বাবার মৃত্যু হার্টঅ্যাটাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনের মৃত অবস্থায় দেখতে পান তারা।
উপস্থিত জনতা দ্রুত বিষয়টি থানায় জানালে বাড্ডা থানার এসআই সাহাবুদ্দিন মুন্সী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর বাবা গিয়াসউদ্দিন পেশায় স্কুলশিক্ষক।
পুলিশ কমিশনার রাজেন কুমার সাহা বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে, ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান।
তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএইচ