আওয়ামী লীগ প্রতারণার সরকার: আলাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৮ ১৮:১৯:১২


বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‌কয়েকদিন ধরে চিৎকার-চেঁচামেচি হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম, পেট্রলের দাম কমানো হলো ৩ টাকা আর অকটেনের দাম কমাল ৪ টাকা। প্রতারণার একটা সীমা থাকা উচিত।

শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আলাল বলেন, আওয়ামী লীগ প্রতারণার সরকার। তারা বলে রোজায় কোনো জিনিসের দাম বাড়বে না। কিন্তু রোজার তিন মাস আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়াতে থাকে। তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।

তিনি বলেন, দেশটাকে এমন এক অরাজকতার দিকে নিয়ে যাওয়া হয়েছে যে, বাংলাদেশের কোনো পাড়া-মহল্লা, কোনো এলাকা, এমনকি কোনো প্রতিষ্ঠানে পর্যন্ত আর ভোট অনুষ্ঠিত হয় না। সব আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী। সঞ্চালনা করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

এম জি