প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১৬:৪৪:৪৮
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর অস্ট্রেলিয়ার মাটিতেও দারুণ আম্পায়ারিং করে প্রশংসা পান তিনি। সময়ের অন্যতম সেরা এই আম্পায়ার এবার পেলেন যোগ্যতার মূল্য। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বার্ষিক পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার পর তাকে অন্তর্ভূক্ত করেছে।
আইসিসির জেনারেল ম্যানেজার – ক্রিকেট ওয়াসিম খান (চেয়ারম্যান), সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের সাবেক আম্পায়ার টনি হিল এবং কনসালট্যান্ট অফিসিয়েটিং এক্সপার্ট মাইক রিলেকে নিয়ে গঠিত সিলেকশন প্যানেল যাচাই বাছাইয়ের পর এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল থেকে শরফুদ্দৌলাকে এলিট প্যানেলের অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন।
বাংলাদেশি আম্পায়ারিং ইতিহাসে একাধিক কীর্তি গড়া সৈকত এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি টেস্ট, ৮৫টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করারও কীর্তি আছে তার।
আইসিসি এলিট প্যানেল আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), এহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে সৈকত (বাংলাদেশ), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।
আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ), জাভাগাল শ্রীনাথ (ভারত)।
এএ