বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
অ্যান্টিবায়োটিকে বাচ্চাদের ওজন বাড়ে
প্রকাশিত - অক্টোবর ২২, ২০১৫ ৬:৩৮ পিএম
যেসব বাচ্চাদের ছোটবেলা থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাদের ওজন অন্য বাচ্চাদের চেয়ে বেশি হয়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বডি মাস ইন্ডেস্ক (বিএমআই) এ মিশ্র প্রভাব ফেলে। বিএমআই মানবদেহের সঠিক ওজন ও উচ্চতা মাপার একটি মানদণ্ড।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ রিসার্চের প্রফেসর ব্রায়ান এস শোয়ার্জ এই গবেষণার প্রধান ছিলেন।
তিনি বলেন, একটি বাচ্চাকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে তার বিএমআই চিরজীবনের জন্য বদলে যেতে পারে। আমাদের গবেষণায় আরও দেখা গেছে, যেসব বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাদের শরীরের ওজন খুব দ্রুত সময়ে বৃদ্ধি পেয়েছে।
শোয়ার্জ ও তার সহকর্মীরা ২০০১ সালের জানুয়ারি ১ থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ ৬৩ হাজার ৮২০ জন শিশুর ওপর এই গবেষণা চালান। যাদের বয়স ছিল ৩ থেকে ১৮ বছর বয়সের মধ্যে। গেইসিংগার হেলথ সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে তাদের তথ্যগুলো সংরক্ষণ করা হয়।
সংরক্ষিত তথ্য থেকে বিএমআই পদ্ধতিতে বাচ্চাদের ওজন ও উচ্চতা নিয়ে পরীক্ষা করা হয়। যেসব বাচ্চাদের আগের বছর কিংবা তারও আগে যাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, একজন ১৫ বছরের শিশু যাকে ছোটবেলায় কমপক্ষে সাতবার কিংবা তার চেয়ে বেশি বার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তার ওজন অন্য যেসব বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই তার চেয়ে প্রায় দেড় কেজি বেশি।
গবেষণায় দেখা যায়, প্রায় ২১ শতাংশ শিশুদের সাত বা তার চেয়ে বেশি ছোটবেলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে দেয়। যা শরীরের স্বাভাবিক খাদ্যপরিপাক প্রক্রিয়ার ধরনকে বদলে দিতে পারে। ফলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে শরীরে ক্যালরি জমাতে পারে। আর এ ক্যালরিই মেদ বাড়ার একটা কারণ হয়ে দাঁড়ায়।
সানবিডি/ঢাকা/রাআ
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.