এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা সামশুল হক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-১০ ১৫:০০:৩৮
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য এশিয়ার সর্ববৃহৎ দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদগাহ মাঠ প্রস্তুত রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই ঈদগাহ মাঠে সাড়ে ৩ থেকে ৪ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করবেন বলে জানায় আয়োজক কমিটি।
জানা গেছে, পুরো ইদগাহ ময়দানজুরে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চারস্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। মোট ১৭টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। ২৬টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।
তথ্য বিভাগসহ বেসরকারিভাবে ১১০টি মাইক বসানো হয়েছে। এ ছাড়া ইমাম মাহেবকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ২৩০ জন মুক্কাবির থাকবেন। কেউ অসুস্থ হলে স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। ওজু করতে যেন অসুবিধা না হয় এ জন্য ২৫০টি ওযুখানা, পানি ও খাবারের ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের জন্য রয়েছে যানবাহন পার্কিং ব্যবস্থা। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এ ছাড়া দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় হওয়ায় লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চারস্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে পুলিশ, র্যাব, আনসার, সাদা পোশাকে বিভিন্ন সংস্থার মোট ৭ শতাধিক আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্য।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম বলেন, নান্দনিক সৌন্দর্য মণ্ডিত গোরে শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামায়াতে সাড়ে ৩ লাখের অধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মিনার। ২২ একর আয়তনের এই ময়দানে একসঙ্গে ৫ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মূলত ঈদগাহ ৫২ গম্বুজের ঈদগাহের ২ প্রান্তের মিনার ৬০ ফুট এবং মাঝখানের দুটি মিনার ৫০ ফুট উচ্চতা। ইমাম দাঁড়ানোর স্থান মেহেরাবের গম্বুজের উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে ৪৯টি গম্বুজ। ৫১৬ ফুট দৈর্ঘ্যের ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক ইটে নির্মিত এবং প্রতিটি গম্বুজ ও মিনারে নয়নাভিরাম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।
বিএইচ