তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম শ্রেণির ভর্তি উৎসবের আয়োজন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৬ ২০:০২:৪৩


আলিম (২০২৪-২০২৫ সেশন) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে তামিরুল মিল্লাত মাদ্রাসায় আগত আবেদনকারীদের উপস্থিতিতে বর্ণাঢ্য ভর্তি উৎসব আয়োজন করা হয়েছে। রোববার(২৬ মে) মাদ্রাসা প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সভাপতি মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম কুরবান আলী।

প্রফেসর ডক্টর এম কুরবান আলী প্রধান অতিথির বক্তব্যে অভ্যাগত আবেদনকারীদের তামিরুল মিল্লাত কামিল মাদরাসাকে বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, অতীতের সাফল্যের ধারাবাহিকতায় নবাগত শিক্ষার্থীরা আগামী দিনে আরও ভালো ফলাফলের মাধ্যমে বিশ্বকে চমকে দিবে। এছাড়া শিক্ষার অর্জনের পাশাপাশি নৈতিকতা অর্জন করে প্রকৃত আদর্শিক হয়ে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী বলেন, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা অতীতে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় অবদান রেখেছেন। সে গৌরবের ইতিহাসে নতুন আবেদনকারীরা আগামীতে একইভাবে অবদান রেখে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাদ্রাসার মুতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা জাকির হোসাইন শেখ মাওলানা আবুল কাশেম গাজী, মাওলানা আব্দুল গাফফার মাক্কী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, সিনিয়র প্রভাষক  আব্দুস সামাদ আজাদ, মাওলানা আব্দুল জব্বার, মাকসুদুর রহমান মজুমদার,  সানাউল্লাহ আনসারী ও ছাত্র সংসদের ভিপি মোঃ মাহাদী হাসান সিয়াম।

উৎসব অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন- মাওলানা জাকির হোসাইন শেখ ও ছাত্র সংসদের জিএস মীর হাসান ইমন।

বিএইচ