মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৪৪ ধারা জারি
প্রকাশ: ২০১৬-০৯-০১ ১৫:২৬:২৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দু’গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা গতকাল রাত ৯টায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। এরপর মাইকে শ্রীনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে রাতের বেলা ঘোষণা দেয়া হহয়।
এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, সমাবেশের স্থান নিয়ে দু’গ্রুপই অনড় থাকায় আইনশৃঙ্খলার অবনতির কথা চিন্তা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বিএনপির নবনির্বাচিত কমিটি (শহিদুল ইসলাম-কানন গ্রুপ) ও পূর্বের কমিটি ( মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ) শ্রীনগর বাজারের যুবদলের কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় একই সময়ে সমাবেশ আহ্বান করে।
দু’পক্ষই উপজেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে এবং নিজ নিজ অবস্থানে অনড় থাকে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে শ্রীনগর বাজার ও আশপাশের এলাকায় আজ সকাল-সন্ধ্যা ১৪৪ জারি করে উপজেলা প্রশাসন।
সানবিডি/ঢাকা/এসএস