হাজারীবাগে নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৯-০১ ১৮:৫৪:৩৬


ডুবেহাজারীবাগের জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ’র পাশে বুড়িগঙ্গা নদীতে ডুবে আবদুল হক (৪০) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে  এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার সময় কাউকে না জানিয়ে সে বাসা থেকে চলে আসে। স্থানীয় ছেলেরা নদীতে গোসল করতে নামলে একজনের পায়ের কাছে মানুষের  মতো মনে হলে তারা চিৎকার দিয়ে ওঠে। জেলেদের সহায়তায় তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসার অনেক আগেই তার মুত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

তারেক নামের একজন জানান,  দুপুর ২টায় লাশটি উদ্ধার হলেও বিকাল ৪টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায় নি। মসজিদের মাইকের ঘোষণা শুনে মৃত আবদুল হকের ছেলে ইমন(১৪) সহ তার অন্যান্য আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসেন।

হাজারীবাগ থানার ওসি জানান,  গজমহল পুলিশ ফাঁড়ির সামনে একটি বাড়িতে সে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি ফরিদপুর। এ রিপোর্ট লেখার পূর্ব সময় পর্যন্ত সুরহতাল রিপোর্টের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সানবিডি/ঢাকা/কাহহার/আহো