গরুর গুঁতোয় মৃত্যু, মালিক আটক
প্রকাশ: ২০১৬-০৯-০১ ২০:৫৩:৪৫
আজ বৃহ্পতিবার সকালে এক বেপারী গাজীপুর থেকে ট্রাক বোঝাই করে গরু এনে রাজধানীর নতুন বাজার এলাকায় নামাচ্ছিল। গরুটির খোঁজ খবর নিতে এগিয়ে আসে আবেদ আলী নামে এক বৃদ্ধ।
একটি গরু আবেদ আলীকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে সজোরে গুঁতো মারে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর পরই তাঁর মৃত্যু হয়।
মৃত আবেদ আলী গুলশান প্লাজায় নিরাপত্তাকর্মীর কাজ করত। পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গরুর মালিক সলিমুল্লাহকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত ব্যক্তি ও গরুর মালিক এরা পরষ্পরের প্রতিবেশি। আশা করছি-এরা নিজেরাই বিষয়টি মিটিয়ে ফেলবেন।
সানবিডি/ঢাকা/আহো