সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১০:৪৩:০৬
নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গেছেন। ঈদের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
গত বছর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক রয়েছে। পরে তিনি চিকিৎসকের পরামর্শে সেখান থেকে ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। জটিল জায়গায় ব্লক হওয়ায় তা অপারেশন করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা জানান।
তবে অপারেশন না করে তাকে নিয়মিত ওষুধ খাওয়ার এবং কয়েক মাস পর পর শারীরিক চেকআপের পরামর্শ দেন উভয় দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরপর থেকে মির্জা ফখরুলকে শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য নিয়মিত সিঙ্গাপুর যেতে হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস