প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১০:৫৯:৪০


mir_kashem
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। শুক্রবার বিকেলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন  রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে (মীর কাসেম) জিজ্ঞাসা করা হলে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘এখন সরকারের নিবার্হী আদেশ পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো মীর কাসেমের কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি সময় নিয়ে শুক্রবার সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছিলেন।

ইতোমধ্যে মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে প্রাথমিক মহড়া দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক রাইজিংবিডিকে বলেন, ‘সরকারের আদেশ পেলে রায় কার্যকর করা হবে। এ জন্য যাবতীয় কাজ শেষ হয়েছে।’

কারাসূত্র জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ আছে একটি। মঞ্চটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জল্লাদ শাহজাহান, রাজু, পল্টুসহ কয়েকজনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস