সম্মানসূচক অস্কার দেয়া হচ্ছে জ্যাকি চ্যানকে
প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১১:৩৪:৪৭
সম্মানসূচক অস্কার পাচ্ছেন হংকংয়ের বিখ্যাত অ্যাকশন সিনেমার অভিনেতা জ্যাকি চ্যান। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই অস্কার দেয়া হচ্ছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফিল্ম অ্যাকাডেমি জ্যাকি চ্যান ছাড়াও চলচ্চিত্র সম্পাদক অ্যানা কোটস, কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টার এবং তথ্যচিত্র নির্মাতা ফ্রেডারিক ওয়াইজম্যানকে সম্মাননা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক্স এদেরকে ‘তাদের কৌশলের ক্ষেত্রে প্রকৃত পথিকৃৎ ও কিংবদন্তী’ হিসেবে বর্ণনা করেছেন।
৬২ বছর বয়সী চ্যান তার জন্মস্থান হংকং-এ ডজনেরও বেশি মার্শাল আর্টনির্ভর চলচ্চিত্রে কাজ করেছেন।
র্যাম্বল ইন দ্য ব্রঙ্কস, দ্য রাশ আওয়ার ফ্র্যাঞ্চাইজ এবং অ্যানিমেশন ফিল্ম কুং ফু পান্ডা ইত্যাদি চলচ্চিত্র তাকে আন্তর্জাতিক পরিসরে বিপুল সাফল্য ও খ্যাতি এনে দেয়।
সানবিডি/ঢাকা/এসএস