ইবিতে জঙ্গি বিরোধী র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১৬:৪৯:১২


IU PIC.3.9সারাদেশে চলমান জঙ্গি ও সন্ত্রসী হামলার প্রতিবাদে শিক্ষা মন্ত্রনালয় ও বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি বিরোধী র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রাশিদ আসকারির নেতৃত্বে প্রতিবাদ র‌্যালী শুরু হয়। একে একে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা,সকল আবাসিক হলের শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ প্রতিবাদ র‌্যালীতে অংশ গ্রহণকরে ।

র‌্যালীটি সমগ্র বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রাশিদ আসকারি, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিষ্ট্রার এসএস আব্দুললতিফ প্রমুখ।

সানবিডি/ঢাকা/তারিক/এসএস