সপ্তাহজুড়ে ৪ কোম্পানির এজিএম
প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১৭:৩৯:৪১
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, সোনারগাঁও টেক্সটাইল, রেকিট বেনকিজার ও স্কয়ার টেক্সটাইল লিমিটিডেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাটা সু
বাটা সু কোম্পানির এজিএম আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির কারখানা প্রাঙ্গন টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল
এই কোম্পানির এজিএম আগামী ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় সাউথ কিং চাইনিজ রেস্ট্রুরেন্ট অডিটোরিয়াম, ব্যান্ড রোড বরিশালে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
রেকিট বেনকিজার
রেকিট বেনকিজারের এজিএম আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় হোটেল আগ্রাবাদ, ইছামতি হল, সাবদার আলী রোড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
স্কয়ার টেক্সটাইল
এই কোম্পানির এজিএম আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।