নর্দান ইউনির্ভাসিটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ’ সভা
আপডেট: ২০১৬-০৯-০৪ ১২:৩৬:৫৫
সারা দেশে একের পর এক জঙ্গি হামলার প্রতিবাদে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নর্দান ইউনির্ভাসিটির নর্দান অডিটরিয়ামে এ জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহযোগী ডীন প্রফেসর ড. খন্দকার সাফায়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভ’ইয়া, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী ও বনানী সোসাইটির সেক্রেটারী জেনারেল শাহ আবুল কাশেম ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জঙ্গিরা যে সন্ত্রাস ও অন্যায় যুদ্ধ শুরু করেছে তাতে কারও বসে থাকার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে কোন ধরনের উগ্রপন্থায় উৎসাহী হতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। তাঁরা আরো বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস